কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): মুঘল যুগ ভারতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অংশ এবং তা মহিমান্বিত করা উচিত নয়। সোমবার এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এনসিইআরটি বইয়ে মুঘলদের বিষয় সম্পর্কে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, এটি বাদ দেওয়া হয়নি। পুনরাবৃত্তি বাদ দেওয়া হয়েছে। পুনরাবৃত্তি থাকা উচিত নয়, মুঘল যুগ ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে অন্য যুগকেও গুরুত্ব দেওয়া উচিত, যে যুগটি ছিল ভারতের স্বর্ণযুগ। সেই যুগ (মুঘল যুগ) ভারতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অংশ এবং এটিকে মহিমান্বিত করা উচিত নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ