মোরাদাবাদ, ২৮ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলাতে এক কিশোরীকে অপহরণের ঘটনায় পলাতক অভিযুক্তকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ এপ্রিল বাড়ি থেকে কম্পিউটার শিখতে বেরিয়ে নিখোঁজ হয় ১৬ বছরের কিশোরী। তদন্তে জানা যায়, বগরওয়া গ্রামের এক বাসিন্দা ওই কিশোরীকে অপহরণ করে। পুলিশ কিশোরীকে উদ্ধার করলেও পলাতক ছিল অভিযুক্ত। গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে পেশ করলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য