হাফলং (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙের সাইঞ্জিরাজি গ্রামের বাসিন্দা জয়নাচরণ বাটারি।
আজ সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অসমের ডিমা হাসাও জেলার বাসিন্দা জয়নাচরণ বাটারির হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কলা ও লোকসংগীতে বিশেষ অবদানের জন্য জয়নাচরণ বাটারি পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ৮৪ বছর বয়সি জয়নাচরণ বাটারি ডিমাসা জনগোষ্ঠীর লোকসংগীত এবং পরম্পরাগত শিল্পকে দেশের কাছে পরিচিত করেছেন। তিনি ডিমাসা লোকসংগীত এবং বাদ্যযন্ত্ৰ বাজাতে দক্ষ। খ্রাম (ড্ৰাম), মুরি (বাঁশি) বাঁদর ও কচ্ছপের নতুন ডাইমেনোয়ন পুনরায় সৃষ্টি করেছিলেন জয়নাচরণ বাটারি।
বাঁদর ও কচ্ছপের কাহিনি অবলম্বনে রচিত নাটকে অভিনয় করে এই শিল্পকে রাজ্যের বিভিন্ন প্ৰান্তে জনপ্ৰিয় করে তুলেছিলেন জয়নাচরণ। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়ে তিনি অসম সহ ডিমা হাসাও জেলার নাম উজ্জ্বল করেছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব