নিউ দিঘা, ২৮ এপ্রিল (হি. স.) সৈকত নগরী দিঘার মুকুটে নতুন পালক। রাত পোহালেই মহাযজ্ঞ। সেই যজ্ঞের প্রস্তুতি তুঙ্গে। সোমবার সন্ধ্যায় নিউ দিঘাতে মন্দির প্রাঙ্গণে এক ঝটিকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে আলাপ চারিতার মাঝেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া - নবনির্মিত এই জগন্নাথ মন্দির বাংলার নতুন কৃষ্টি ও সংস্কৃতি এবং আধ্যাত্মিক চেতনার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। সেইসঙ্গে সম্প্রীতির মেলবন্ধন প্রতিরূপ হয়ে ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দ্বারোদ্ঘাটন করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত