গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ মোট ৭১ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের পাশাপাশি দুই মহিলাকে উদ্ধার করেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য তাদের সংশ্লিষ্ট চাইল্ড লাইন, এনজিও, অভিভাবক এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে আরপিএফ।
আজ সোমবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এছাড়া অপরাধের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে আরপিএফ একজন মানব পাচারকারী এবং একজন অপহরণকারীকেও গ্রেফতার করেছে। উভয়কেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট জিআরপি, পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, ৯ এপ্রিল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আরপিএফ টিম এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। ওই অভিযানে তিন নাবালককে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পাচারকারীকে উদ্ধারকৃত অপ্রাপ্ত বয়স্কদের সাথে আইসি/জিআরপি/নিউ জলপাইগুড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে শিশুশ্রম নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় এক মামলা নথিভুক্ত করা হয়।
একইভাবে, ৩ এপ্রিল আরপিএফ পোস্ট, কিশাণগঞ্জের টিম কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পলাতক ১০ জন নাবালককে উদ্ধার করেছে। উদ্ধারকৃত সব নাবালককে যথাযথ পুনর্বাসন ও পরামর্শের জন্য চাইল্ড লাইন, কিষাণগঞ্জে সুরক্ষিতভাবে হস্তান্তর করা হয়েছে।
৭ এপ্রিল আরপিএফ পোস্ট, হারমতির টিম উত্তর লখিমপুর রেলওয়ে স্টেশনে একটি পলাতক নাবালিকাকে উদ্ধার করে তার অভিভাকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ১০ এপ্রিল আলিপুরদুয়ার জংশন আরপিএফ পোস্টের টিম আলিপুরদুয়ারের এসআইবি টিমের সাথে আলিপুরদুয়ার জংশনে দুটি মেয়ে সহ চারজন পলাতক নাবালককে উদ্ধার করেছে। ওই নাবালকদের পরে নিরাপদ হেফাজতের জন্য চাইল্ড লাইন, আলিপুরদুয়ারে হস্তান্তর করা হয়।
একা ভ্রমণকারী মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মেরি সহেলি পদক্ষেপের অধীনে আরপিএফ লেডি স্কোয়াড দ্বারা মার্চ ২০২৫-এ উল্লেখযোগ্য প্রচেষ্টা করা হয়েছে। স্কোয়াডের সহায়তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে মোট ১,২২০ জন একা ভ্রমণকারী মহিলা যাত্রীকে তাঁদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হয়। তারাও এক নাবালিকা এবং একজন মহিলাকে উদ্ধার করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস