দুর্গাপুর, ২৮ এপ্রিল (হি. স. ) : বোবা সেজে রেইকি করে বাড়ি চিহ্নিত করে রাতে চুরি। এমনই অভিযোগে দুর্গাপুরের লিলুয়াবাঁধ এলাকা থেকে ধরা পড়ল দক্ষিণ ভারতের ৩ জন দুষ্কৃতী। ধৃতরা তামিলনাড়ুর ভেলোর জেলার বাসিন্দা কুমার আপ্পা রাও, জি কুমার এবং পি বালাজী। তাদের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩ টি ল্যাপটপ ও ৩৪টি মোবাইল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা কাজের নাম করে দুর্গাপুরে এসে ভাড়া নেয়। তাদের একজন বোবার ভান করে এলাকায় ঘুরে বাড়িগুলিতে মূল্যবান সামগ্রীর খোঁজ করত। পরে রাতে দলবেঁধে ওই বাড়িগুলোতে হানা দিয়ে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল চুরি করত। চুরি করা সামগ্রী নিয়ে চেন্নাই ফিরে গিয়ে বিক্রি করত।
কোকওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর ও পূর্ব বর্ধমানে এরা চুরি করেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা