জগন্নাথধাম মন্দিরের উদ্বোধন, নিয়ন্ত্রণ টোটো, অটোয়
নিউ দিঘা, ২৮ এপ্রিল (হি. স.) : মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিঘায় মেগা ইভেন্ট জগন্নাথধাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে বেশ কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলে খবর। এর ফলে, ছোটখাট দোকানদারদের কপালে ভাঁজ পড়েছে। স্থানীয় দোকানদারদের
পরিবেশ সচেতনতায় চলছে সাগরপাড়ে অভিযান


নিউ দিঘা, ২৮ এপ্রিল (হি. স.) : মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিঘায় মেগা ইভেন্ট জগন্নাথধাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে বেশ কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলে খবর। এর ফলে, ছোটখাট দোকানদারদের কপালে ভাঁজ পড়েছে। স্থানীয় দোকানদারদের মধ্যে ক্ষোভ । যানজট এড়াতে টোটো অটো রিক্সাও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাগরপাড়েও দেখা যাচ্ছে না ফুটপাথে বসা দোকানিদের। অভিযোগ, এই তিনদিন তাদের সকলের রুটিরুজিতে টান। যদিও এ নিয়ে জেলা প্রশাসনের তরফে কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande