'পদ্মশ্রী' পেলেন ত্রিপুরার অধ্যাপক অরুণোদয় সাহা
আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : বিশিষ্ট শিক্ষাবিদ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ 'পদ্মশ্রী' পেলেন।সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য অধ্
অরুণোদয় সাহাকে পদ্মশ্রী


আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : বিশিষ্ট শিক্ষাবিদ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ 'পদ্মশ্রী' পেলেন।সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য অধ্যাপক সাহাকে 'পদ্মশ্রী' পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মশ্রী'তে ভূষিত হওয়ার জন্য অধ্যাপক অরুণোদয় সাহাকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বেসামরিক পুরষ্কার-১-এ পদ্ম পুরস্কার-২০২৫ প্রদান করেন।

পিআইবি-র এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, পদ্ম পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। বিভিন্ন শাখা/ক্ষেত্রে এই পুরষ্কার প্রদান করা হয়, যেমন- শিল্প, সমাজকর্ম, জনকল্যাণ, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক সেবা ইত্যাদি।

‘পদ্মবিভূষণ’ ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য প্রদান করা হয়। ‘পদ্মভূষণ’ উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য এবং ‘পদ্মশ্রী’ যেকোনও ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরষ্কার ঘোষণা করা হয়।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande