পাথারকান্দি (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন দেওলাখালের জনমানবহীন এলাকায় গলায় দড়ি বাঁধা একটি হালের বলদকে উদ্ধার করেছেন স্থানীয় মানুষ। উদ্ধারকৃত বলদকে তাঁরা পাথারকান্দি থানায় পুলিশের হাতে সমঝে দিয়েছেন।
জানা গেছে, আজ সোমবার দুপুরে দেওলাখাল শ্মশানের পার্শ্ববর্তী জনমানবহীন এলাকায় একটি হালের বলদ দেখে সন্দেহ হয় প্ৰত্যক্ষদৰ্শীদের। পরে তাঁরা বলদটিকে উদ্ধার করে প্রথমে সোনাখিরা ফাঁড়ি পুলিশের হাতে সমঝে দেন। শেষে সোনাখিরা ফাঁড়ি পুলিশ উদ্ধারকৃত বলদটিকে সমঝে দেয় পাথারকান্দি থানায়।
ধারণা করা হচ্ছে, কোনও একটি দুষ্টচক্র বলদটি চুরি করে পাচারের পরিকল্পনায় এখানে এনে বেঁধে রেখেছে। গরুটি পাথারকান্দি থানার পুলিশের হেফাজতে রয়েছে। উপযুক্ত মালিককে তথ্যন প্রমাণ সহ পাথারকান্দি থানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস