নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বিজেপি আদর্শগতভাবে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার দলের সদর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নাড্ডা বলেছেন, আমরা আদর্শগতভাবে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং আমরা কখনও আপস করি না এবং তাই, আমরা একটি আদর্শ-ভিত্তিক দল। নাড্ডা আরও বলেছেন, আমরা একটি গণ-ভিত্তিক দলও।
জে পি নাড্ডা আরও বলেছেন, আমরা ভোটের জন্য এখানে-ওখানে নড়বড় করিনি, ক্ষমতা পাওয়ার জন্য আদর্শের সঙ্গে আপস করিনি। বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যা নিজস্ব আদর্শিক প্রতিষ্ঠাকে দৃঢ় রেখেছে এবং নিজস্ব শক্তিতে এগিয়ে চলেছে। নাড্ডা বলেছেন, আমরা সর্বদাই কোনও ব্যক্তি অথবা বিশেষ স্বার্থের পক্ষে কাজ না করেই দেশকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিয়েছি। সুপ্রিম কোর্ট মুসলিম মহিলাদের মুক্তির আহ্বান জানানো সত্ত্বেও, কেউই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সাহস পায়নি। মজার বিষয় হল, বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইতিমধ্যেই তিন তালাক প্রথা বাতিল করে দিয়েছে, তবুও ভারতে এটি টিকে ছিল। শেষ পর্যন্ত, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, বিজেপি তিন তালাক প্রথা বাতিল করে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেয়, যার ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন ও মুক্তি লাভ হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ