নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): ভারতে সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে দুবাইয়ের যুবরাজ জানিয়েছেন, নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আনন্দিত হলাম। আমাদের কথোপকথন সংযুক্ত আরব আমিরশাহী-ভারত সম্পর্কের শক্তিকে পুনরুজ্জীবিত করেছে, যা বিশ্বাসের উপর নির্মিত, ইতিহাস দ্বারা গঠিত এবং সুযোগ, উদ্ভাবন এবং স্থায়ী সমৃদ্ধিতে পূর্ণ ভবিষ্যত তৈরির জন্য একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত।
দুবাইয়ের যুবরাজের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দেখা করে খুশি হলাম। ভারত-সংযুক্ত আরব আমিরাশাহীর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে দুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিশেষ সফর আমাদের গভীর বন্ধুত্বকে পুনঃনিশ্চিত করে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সহযোগিতার পথ প্রশস্ত করে।
এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দুবাইয়ের যুবরাজ। তাঁদের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। এর আগে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন দুবাইয়ের যুবরাজ।
হিন্দুস্থান সমাচার / রাকেশ