নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র নেতা দুর্গেশ পাঠকের বাসভবনে হানা দিল সিবিআই। গতকালই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট-এর অধীনে একটি মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় বৃহস্পতিবার দুর্গেশ পাঠকের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। দুর্গেশ পাঠকের বাড়িতে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সিবিআই।
সিবিআই-এর অভিযানের তীব্র নিন্দা করেছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বিজেপির তীব্র সমালোচনা করে সঞ্জয় সিং মন্তব্য করেছেন, বিজেপির নোংরা খেলা আবারও শুরু হয়েছে। সঞ্জয় সিং টুইট করে লিখেছেন, বিজেপির নোংরা খেলা আবার শুরু হয়েছে। গুজরাটের সহ-ইনচার্জ পাঠকের বাড়িতে পৌঁছেছে সিবিআই।
মোদী সরকার আম আদমি পার্টিকে ধ্বংস করার জন্য সব রকমের কৌশল চেষ্টা করেছে, কিন্তু তবুও তার শান্তি নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ