সুকমা, ১৮ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ছত্তিশগড়ের সুকমা জেলার ২২ জন নকশাল নেতা-কর্মী আত্মসমর্পণ করলো। যাঁদের মধ্যে ১২ জনের মাথার মোট দাম ছিল ৪০ লক্ষ ৫০ হাজার টাকা।
সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বাণ বলেন, কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কাছে আত্মসমর্পণ করেছেন ন’জন মহিলা-সহ ২২ জন নকশাল। সরকারি নীতি মেনে আত্মসমর্পণকারীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, গতবছর সুকমা-সহ বস্তার ডিভিশনের সাতটি জেলায় ৭৯২ জন নকশাল আত্মসমর্পণ করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ