ধুবড়ি (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : ওয়াকফ (সংশোধিত) আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গে সনাতনীদের ওপর নির্বিচারে সংগঠিত অত্যাচার, হত্যা, বলাৎকারের বিরুদ্ধে অসমেও বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠেছে, শিগগির মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে রাষ্ট্রপতি শাসন বলবৎ করার। আজ ধুবড়িতে জেলাশাসকের কার্যালয়ের সামনে এই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সাব্যস্ত করেছেন বিশ্বহিন্দু পরিষদের স্থানীয় পদাধিকারী, কার্যকর্তা এবং সমর্থকরা।
এদিন ধুবড়ির জেলাশাসকের কাৰ্যালয় প্রাঙ্গণে বিশ্বহিন্দু পরিষদের কার্যকৰ্তারা হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে মমতা-সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্ৰতিবাদ সংগঠিত করেছেন। অতি শিগগির পশ্চিমবঙ্গে রাষ্ট্ৰপতি শাসনের দাবি করে জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্ৰপতির উদ্দেশ্যে এক স্মারকপত্ৰ পাঠিয়েছেন ভিএইচপির কার্যকর্তারা।
তাঁরা বলেন, পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের রক্ষণাবেক্ষণ দেওয়ায় সম্পূৰ্ণ ব্যৰ্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ মদতে হিন্দুদের ওপর পরিকল্পিত নির্যাতন হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ তথা দেশের স্বার্থে যত শীঘ্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা দরকার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস