নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): ভারতে আসার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানালেন ইলন মাস্ক। আমেরিকার ধনকুবের পি টেসলা সিইও ইলন মাস্ক শনিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে পারাটা সম্মানের। আমি এই বছরের শেষের দিকে ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”
এর আগে শুক্রবারই প্রধানমন্ত্রী মোদী জানান, তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ও তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে তাঁদের বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলিও ছিল আলোচনায়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ