লখনউ, ১৯ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে নতুন ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠেছে। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার লখনউতে সংসদ খেল মহাকুম্ভের উদ্বোধনের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কেন্দ্র এবং উত্তর প্রদেশ সরকার ক্রীড়া-বান্ধব নীতি গ্রহণ করেছে। ফলস্বরূপ, ছোট শহরগুলির তরুণরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
রাজ্যেষ্ঠ সিং বলেন, সরকার ২০৩৬ সালে গুজরাটে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস আয়োজনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, একইসঙ্গে ভারতে অন্যান্য বিশ্বমানের গেমস আয়োজনের জন্যও প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, খেল মহা কুম্ভের ফলাফল আগামী বছরগুলিতে স্পষ্টভাবে দৃশ্যমান হবে, যখন লখনউয়ের তরুণ খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিপুল সংখ্যক পদক জিতবে। তিনি উল্লেখ করেন, তৃণমূল স্তরে প্রায় ১,০০০ খেলো ইন্ডিয়া কেন্দ্রে হাজার হাজার খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছেন। রাজনাথ সিং বলেছেন, উত্তর প্রদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে; মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচিত পরবর্তী জাতীয় গেমস আয়োজনের জন্য প্রচেষ্টা করা।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ