নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): দিল্লির মুস্তাফাবাদ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি বহুতল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরও ৮-৯ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিভাগীয় দমকল অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেছেন, আমরা ভোররাত ২.৫০ মিনিট নাগাদ একটি বাড়ি ভেঙে পড়ার খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, পুরো বাড়িটিই ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নীচে মানুষ আটকে পড়েছেন। এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস লোকজনকে উদ্ধারে কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু'জন পুরুষ এবং দুই পুত্রবধূ এখানে থাকতেন। বড় পুত্রবধূর তিনটি সন্তান, দ্বিতীয় পুত্রবধূর তিনটি সন্তান। এই মুহূর্তে আমরা কিছুই জানি না। তাদের কোথাও দেখা যাচ্ছে না। উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা বলেন, ঘটনাটি ভোররাত তিনটে নাগাদ ঘটেছে। ১৪ জনকে উদ্ধার করা হয়, কিন্তু তাদের মধ্যে চারজন মারা গিয়েছেন, এটি একটি চারতলা ভবন ছিল। উদ্ধার অভিযান চলছে। এখনও ৮-১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের একজনের আত্মীয় শেহজাদ আহমেদ বলেছেন, বহুতলটি ভোর আড়াইটে থেকে তিনটের মধ্যে ভেঙে পড়ে। এটি একটি চারতলা বাড়ি ছিল। আমার দুই ভাগ্নে মারা গিয়েছে। আমার বোন, শ্যালক এবং ভাগ্নিও আহত হয়েছে। তারা জিটিবি হাসপাতালে ভর্তি আছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ