বিহারের জামুইয়ে গাছে ধাক্কা গাড়ির; ৩ যুবকের মৃত্যু, আহত একজন
জামুই, ১৯ এপ্রিল (হি.স.): বিহারের জামুইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। শনিবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের, এছাড়াও একজন প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়
বিহারের জামুইয়ে গাছে ধাক্কা গাড়ির; ৩ যুবকের মৃত্যু, আহত একজন


জামুই, ১৯ এপ্রিল (হি.স.): বিহারের জামুইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। শনিবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের, এছাড়াও একজন প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিভাবে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহগুলি উদ্ধার করে, পাশাপাশি গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বাবা গুপ্তা, কল্যাণপুরের বাসিন্দা রিশু সিনহা এবং বিক্রম যাদব। আহত ব্যক্তির নাম রোহিত কুমার (২৫)।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande