প্রয়াগরাজ, ১৯ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ আগুন লাগল তাঁবুর গুদামে। শনিবার সকালে কুম্ভ-সম্পর্কিত উপকরণ সংরক্ষণকারী লালু অ্যান্ড সন্স গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোম্পানিটি কয়েক দশক ধরে মাঘ মেলা এবং মহাকুম্ভের জন্য তাঁবু স্থাপনের সঙ্গে জড়িত। অগ্নিনির্বাপণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আগুনের সূত্রপাত সকাল ৭টা নাগাদ এবং এটি অত্যন্ত তীব্র ছিল। প্রায় ১০ থেকে ১৫টি দমকল বাহিনীর গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ