টানা তৃতীয় দিন ইডি-র দফতরে রবার্ট, জেরার মুখোমুখি প্রিয়াঙ্কার স্বামী
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) বৃহস্পতিবার নিয়ে টানা তৃতীয় দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ভডরাকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে হরিয়ানার গুরুগ্রামে জমি সংক্রান্ত একটি লেনদেনে অর্থপাচারে
টানা তৃতীয় দিন ইডি-র দফতরে রবার্ট


নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) বৃহস্পতিবার নিয়ে টানা তৃতীয় দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা ব্যবসায়ী রবার্ট ভডরাকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর বিরুদ্ধে হরিয়ানার গুরুগ্রামে জমি সংক্রান্ত একটি লেনদেনে অর্থপাচারের অভিযোগ রয়েছে। নতুন দিল্লির ইডি অফিসে এই জিজ্ঞাসাবাদ চলছে। হরিয়ানার গুরুগ্রামে তাঁর কোম্পানী জমি কেনা নিয়ে অভিযোগের তদন্তের জেরে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন রবার্টকে ইডি-র দফতর পর্যন্ত পৌঁছে দেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা।

রবার্ট এদিন ইডি-র মুখোমুখি হওয়ার আগে বলেছেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা। এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে। এটা ভুল। যখন এজেন্সিগুলি দেশের মুখ্যমন্ত্রী পদের প্রার্থীদের পেছনে লেগে থাকে অথবা যখন কোনও দল ভালো কাজ করে, তখন তাঁদের উপর আস্থা কীভাবে থাকবে? বিজেপির কোনও মন্ত্রী বা সদস্যকে ইডি তলব করেছে? তাদের কাউকে কেন তলব করেনি? বিজেপির সবাই কি ভালো? তাদের বিরুদ্ধে কি কোনও অভিযোগ নেই? বেশ কিছু অভিযোগ আছে। আমার সঙ্গে জনগণের শক্তি আছে, জনগণ আমার পাশে আছেন, কেউ আমাকে থামাতে পারবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande