জম্মু ও শ্রীনগর, ১৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি এবং টাওয়ার ভেঙে পড়েছে। জম্মু বিভাগের ১০টি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিঘ্নিত হয়েছে যান চলাচল। ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যায় ঝোড়ো হাওয়া। আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার রাতের প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপটে পুঞ্চ শহরের বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়েছে। শ্রীনগরের নানা স্থানেও গাছ ভেঙে পড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ