গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনের ধারণা ত্যাগ করার সময় এসেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাকিস্তানের সঙ্গে সভ্যতাগত বিভাজনের বাস্তবতা মেনে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা লিখেছেন, ‘জেনারেল মুনির স্পষ্টভাবে আমাদের দুই রাষ্ট্রকে ধর্ম, রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে পৃথক করে এমন গভীর আদর্শিক ব্যবধান তুলে ধরেছেন। দ্বিজাতি তত্ত্বের এই পুনর্ব্যক্তকরণ আমাদের মনে করিয়ে দেয় যে, কেন প্রথমে পাকিস্তান তৈরি হয়েছিল - কারণ এই অমীমাংসিত পার্থক্য।’
ড. শর্মা জোর দিয়ে বলেন, ‘এই পার্থক্যগুলি কেবল রাজনৈতিক বা ঐতিহাসিক নয় বরং সভ্যতার। সীমানা স্পষ্ট; আমাদের পথ ভিন্ন।’ তিনি লিখেছেন, ‘আমাদের এখন কর্তব্য হলো, আমাদের দেশকে শক্তিশালী করা, আমাদের ধর্মকে সমুন্নত রাখা এবং আমাদের সভ্যতার মূল্যবোধকে লালন করা। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের দেশের মর্যাদা এবং প্রভাব অতুলনীয় উচ্চতায় পৌঁছে যাবে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস