জেইই মেইন পরীক্ষার ফল প্রকাশিত, ১০০ শতাংশ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০-তে ১০০ পে
জেইই মেইন পরীক্ষার ফল প্রকাশিত


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০-তে ১০০ পেয়েছেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ জন শিক্ষার্থী বিই বা বিটেকের প্রথম পত্রে সম্পূর্ণ ১০০ স্কোর করেছেন। শীর্ষ স্থানাধিকারিদের মধ্যে আছেন রাজস্থানের মহম্মদ আনাস ও আয়ুষ সিঙ্ঘল, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি, দিল্লির দকশ ও হর্ষ ঝা এবং মহারাষ্ট্রের আয়ুশ রবি চৌধুরী। জেইই মেইন-এর ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ এই ফলাফল জানা যাচ্ছে। চলতি বছর ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে জেইই মেইন-এর দ্বিতীয় পর্বের এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৯,৯২,৩৫০ জন পড়ুয়া এবার এই পরীক্ষায় বসে। উল্লেখ্য, জানুয়ারি ও এপ্রিলে দু-দফায় জেইই মেইন পরীক্ষা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী দু'টি পর্বেই পরীক্ষায় বসলে, যেটিতে তিনি সর্বাধিক স্কোর করবেন, চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির সময় সেটিই বিবেচনা করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande