গরমে নাজেহাল দিল্লি, গুজরাট ও রাজস্থানেও অসহনীয় অবস্থা
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অত্যধিক গরমে দুর্বিষহ অবস্থা। অসহনীয় গরম গুজরাট এবং রাজস্থানেও। বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। গরমে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রেও, সেই রাজ্যের আকোলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
তীব্র গরমে নাজেহাল মুম্বই, থানে ও রায়গড়েও দাবদাহের সতর্কতা জারি


নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অত্যধিক গরমে দুর্বিষহ অবস্থা। অসহনীয় গরম গুজরাট এবং রাজস্থানেও। বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। গরমে নাজেহাল অবস্থা মহারাষ্ট্রেও, সেই রাজ্যের আকোলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গরম এতটাই বেশি যে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে।

রাজস্থান, সৌরাষ্ট্র এবং গুজরাটের কচ্ছের কিছু কিছু জায়গাতেও বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গিয়েছে। এই অত্যধিক গরমের মধ্যেই সুখবর জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে ১০ এপ্রিলের পর থেকে তাপপ্রবাহ কমবে এবং গুজরাট ও মধ্যপ্রদেশে ১১ এপ্রিলের পর থেকে গরম কমবে।

এদিকে, তীব্র গরমের মধ্যেই দিল্লিতে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৫০২৯ মেগাওয়াট ছুঁয়েছে, যা এই মরশুমের সর্বোচ্চ। গতকাল বিকেল ৩:৩০ মিনিটে সর্বোচ্চ লোড রেকর্ড করা হয়েছিল। এই মরশুমে দিল্লিতে সর্বোচ্চ লোড ৯০০০ মেগাওয়াটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande