সমগ্র দেশে এখন বড় বড় নির্মাণ প্রকল্প চলছে : প্রধানমন্ত্রী
রামেশ্বরম, ৬ এপ্রিল (হি.স.): সমগ্র দেশে এখন বড় বড় নির্মাণ প্রকল্প চলছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উত্তরে জম্মু ও কাশ্
প্রধানমন্ত্রী


রামেশ্বরম, ৬ এপ্রিল (হি.স.): সমগ্র দেশে এখন বড় বড় নির্মাণ প্রকল্প চলছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উত্তরে জম্মু ও কাশ্মীরে, বিশ্বের অন্যতম উচ্চতম রেল সেতু, চেনাব সেতু, সম্পন্ন হয়েছে। পশ্চিমে, মুম্বইতে, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, অটল সেতু, নির্মিত হয়েছে। পূর্বে, অসমে আপনারা বোগিবিল সেতু দেখতে পাবেন এবং দক্ষিণে, বিশ্বের কয়েকটি উল্লম্ব লিফট সেতুর মধ্যে একটি, পাম্বান সেতু নির্মিত হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, গত ১০ বছরে, ভারত নিজস্ব অর্থনীতির আকার দ্বিগুণ করেছে। এত দ্রুত বৃদ্ধির একটি প্রধান কারণ হল আমাদের চমৎকার আধুনিক অবকাঠামো। গত ১০ বছরে, আমরা রেল, সড়ক, বিমানবন্দর, জল, বন্দর, বিদ্যুৎ, গ্যাস পাইপলাইনের মতো পরিকাঠামোর বাজেট প্রায় ৬ গুণ বাড়িয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande