উন্মোচিত ‘মাধবদেব : ব্যক্তিত্ব এবং কৃতিত্ব’ শীৰ্ষক অসমিয়া অনুবাদ সংস্করণ
গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি)-এর গুয়াহাটি মহানগর সমিতির উদ্যোগে আজ রবিবার ভিএইচপি ফ্যান্সিবাজার প্রখণ্ড রামনবমীর আয়োজন করেছে। রামনবমী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আজ ড. কৃষ্ণনারায়ণ প্রসাদ 'মগধ' রচিত ‘মাধব দেব : ব্যক্তিত্ব ও কৃতিত্ব’ শীর্ষক পুস্তকের অসমিয়া ভাষায় অনূদিত সংস্করণের আবরণ উন্মোচন করা হয়েছে।
গুয়াহাটির ফ্যান্সিবাজারে অবস্থিত সুরজমল জুহারমল সাঙ্গানেরিয়া ধর্মশালায় আয়োজিত রামনবমীর অনুষ্ঠানে মাজুলির শ্রীশ্রী আউনিআঁটি সত্রের সত্ৰাধিকার ড. পীতাম্বরদেব গোস্বামী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে অসমিয়া ভাষায় অনূদিত সংস্করণের আবরণ উন্মোচন করেছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন ভিএইচপি-র গুয়াহাটি মহানগর সমিতির সভাপতি তথা শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের অবসরপ্রাপ্ত সম্পাদক সবিন রাজখোয়া।
প্রধান অতিথি আউনিআঁটি সত্রের সত্ৰাধিকার ড. পীতাম্বরদেব গোস্বামী ভগবান শ্রীরাম এবং ভগবান কৃষ্ণের অবতাররূপে জীবের কল্যাণে বিচরণের তথ্য সংবলিত নানা কাহিনির বর্ণনা করেছেন। পাশাপাশি শ্রীমন্ত শংকরদেব এবং শ্রীমন্ত মাধবদেবের আদর্শ ও সৃষ্টিকে মানবজীবনের জন্য অনুপ্রেরণামূলক বলে ব্যাখ্যা করেছেন তিনি। এছাড়া অন্য বক্তারা হিন্দু জনসংখ্যার নিয়েও আলোচনা করেছেন।
অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে ছিলেন ভিএইচপি-র উত্তর গুয়াহাটি মহানগর সমিতির সভাপতি পরমেশ দত্ত, ফ্যান্সিবাজার ভিএইচপি প্রখণ্ড সভাপতি প্রমোদ মুরারকা, অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার রাষ্ট্ৰীয় মহাসচিব হেমন্ত ধিং মজুমদার, বৃহত্তর ফ্যান্সিবাজার সাহিত্য সভার সভাপতি শ্যামসুন্দর হরলালকা, পুস্তকের অনুবাদক তথা অসম রাষ্ট্রভাষা প্রচার সমিতি গুয়াহাটির সম্পাদক ক্ষীরদা কুমার শইকিয়া, ভিএইচপির ফ্যান্সিবাজার প্রখণ্ডের পৃষ্ঠপোষক প্রমোদ কুমার চৌধুরী। প্রদীপ প্রজ্বলন, ভজন-কীর্তন ও গণেশ বন্দনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস