কলকাতা, ৭ এপ্রিল(হি.স.) : আই-লিগের ২০২৪-২৫ মরসুম রবিবার শেষ হয়েছে। চার্চিল ব্রাদার্স ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আই লিগ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথে। তবে এখনই কোনও দলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারছে না আই লিগ কমিটি। কারণ ইন্টার কাশির ৩ পয়েন্টের আবেদন আপিল কমিটিতে আটকে আছে। এদিকে শ্রীনিদি ডেকানের হয়ে মরসুমে সবচেয়ে বেশি গোল করেছেন ডেভিড কাস্তানেদা। তিনি গোল্ডেন বুট পাচ্ছেন। ২০২৪-২৫ মরসুমের আই-লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা দেওয়া হল :
১) ডেভিড কাস্তানেদা (শ্রীনিদি ডেকান) ১৭ ম্যাচে ২২ গোল
২) ডগলাস রোজা টারডিন (শিলং লাজং) ১৩ ম্যাচে ১৭ গোল
৩) ওয়েড লেকে ( চার্চিল ব্রাদার্স) ২০ম্যাচে ১২ গোল
৪) লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া (আইজল এফসি) ২০ ম্যাচে ১২ গোল
৫)ডি (নামধারী) ২০ ম্যাচে ১২ গোল ( তৃতীয় স্থানে তিনজন খেলোয়াড় ১২টি করে গোল করেছেন)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি