কমলপুর (ত্রিপুরা), ১ মে (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন এলাকায় স্কুলের পরিকাঠামো নিয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বৃহস্পতিবার একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে শামিল হয়েছেন।
বৃহস্পতিবার, ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা কলোনি দ্বাদশ শ্রেণি স্কুলের পড়ুয়ারা আন্দোলনে শামিল হয়েছেন। রাস্তা অবরোধ করার পর তারা জানিয়েছেন স্কুলের পাকা ভবনের অবস্থা অত্যন্ত করুন। যেকোনও সময় প্লাস্টার ভেঙ্গে পড়তে পারে। তাছাড়া নেই বৈদ্যুতিন পাখা সহ পরিকাঠামো। পাশাপাশি স্কুলে শিক্ষকের ঘাটতিও রয়েছে। তাই তারা অবিলম্বে স্কুলের পরিকাঠামো উন্নয়ন সহ পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিযুক্তির দাবি জানিয়েছেন।
এদিকে, খোয়াইয়ের সিঙ্গিছড়ার চেরমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পর্যাপ্ত সংখ্যায় শিক্ষকের দাবিতে খোয়াই-কমলপুর সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das