২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ : শনিবারের পূর্ণাঙ্গ পঞ্জিকা
কলকাতা, ১০ মে (হি.স.): আজ: ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার, ইংরেজী: ১০ মে ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ২৭ বৈশাখ, চান্দ্র: ১৩ ত্রিবিক্রম মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ২৭ বৈশাখ ১৪৩২, ভারতীয় সিভিল: ২০ বৈশাখ ১৯৪৭
২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ : শনিবারের পূর্ণাঙ্গ পঞ্জিকা


কলকাতা, ১০ মে (হি.স.): আজ: ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার, ইংরেজী: ১০ মে ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ২৭ বৈশাখ, চান্দ্র: ১৩ ত্রিবিক্রম মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ২৭ বৈশাখ ১৪৩২, ভারতীয় সিভিল: ২০ বৈশাখ ১৯৪৭, মৈতৈ: ১৩ কালেন, আসাম: ২৬ বহাগ, মুসলিম: ১২-জ্বিলকদ-১৪৪৬ হিজরী।

সূর্য উদয়: সকাল ০৫:০০:৪১ এবং অস্ত: বিকাল ০৬:০৫:০৫।

চন্দ্র উদয়: বিকাল ০৪:১৩:৫৬(১০) এবং অস্ত: শেষ রাত্রি ০৩:৪৭:১১(১০)।

শুক্ল পক্ষ |তিথি: ত্রয়োদশী ( জয়া) বিকাল ঘ ০৫:০২:৩০ দং ৩০/৪/২০ পর্যন্ত

নক্ষত্র: চিত্রা সকাল ঘ ০২:৫৭:১৩ দং ৫৪/৫২/২০ পর্যন্ত পরে স্বাতী

করণ: তৈতিল বিকাল ঘ ০৫:০২:৩০ দং ৩০/৪/২০ পর্যন্ত পরে গর

যোগ: সিদ্ধি

অমৃতযোগ: দিন ০৯:২২:১৫ থেকে - ১২:৫১:২৫ পর্যন্ত এবং রাত্রি ০৮:১৬:১৮ থেকে - ১০:২৭:২৫ পর্যন্ত, তারপর ১১:৫৪:৫০ থেকে - ০১:২২:১৫ পর্যন্ত, তারপর ০২:০৫:৫৭ থেকে - ০৩:৩৩:২২ পর্যন্ত।

কুলিকবেলা: দিন ০৫:৫৩:০৪ থেকে - ০৬:৪৫:২২ পর্যন্ত।

কুলিকরাত্রি: ০৬:০৫:১১ থেকে - ০৬:৪৮:৫৩ পর্যন্ত।

বারবেলা: দিন ০১:১১:০২ থেকে - ০২:৪৯:০৫ পর্যন্ত।

কালবেলা: দিন ০৫:০০:৪৬ থেকে - ০৬:৩৮:৫০ পর্যন্ত, তারপর ০৪:২৭:০৮ থেকে - ০৬:০৫:১১ পর্যন্ত।

কালরাত্রি: ০৬:০৫:১১ থেকে - ০৭:২৭:০৮ পর্যন্ত, তারপর ০৩:৩৮:৫০ থেকে - ০৫:০০:৪৬ পর্যন্ত।

গ্রহস্ফুট (সূর্য উদয় কালীন):

রবি: ০/২৬/৪/১৩ (২) ৪ পদ

চন্দ্র: ৬/৬/২৪/১৫ (১৪) ৪ পদ

মঙ্গল: ৩/১৪/৫/২৩ (৮) ৪ পদ

বুধ: ০/১০/১৮/৫৪ (১) ৪ পদ

বৃহস্পতি: ১/২৯/২৪/৩ (৫) ২ পদ

শুক্র: ১১/১০/১৪/২৭ (২৬) ৩ পদ

শনি: ১১/২/৬/৪২ (২৫) ৪ পদ

রাহু: ১১/২/৪১/৫২ (২৫) ৪ পদ

কেতু: ৫/২/৪১/৫২ (১২) ২ পদ।

লগ্ন: মেষ রাশি সকাল ০৫:১৫:০২ পর্যন্ত। বৃষ রাশি সকাল ০৭:১৩:২৫ পর্যন্ত। মিথুন রাশি সকাল ০৯:২৬:৪৪ পর্যন্ত। কর্কট রাশি সকাল ১১:৪২:২৬ পর্যন্ত। সিংহ রাশি দুপুর ০১:৫৩:৪৬ পর্যন্ত। কন্যা রাশি বিকাল ০৪:০৩:৫৯ পর্যন্ত। তুলা রাশি বিকাল ০৬:১৮:০৯ পর্যন্ত। বৃশ্চিক রাশি সন্ধ্যা ০৮:৩৩:৫৪ পর্যন্ত। ধনু রাশি রাত্র ১০:৩৯:১০ পর্যন্ত। মকর রাশি রাত্রি ১২:২৬:০৩ পর্যন্ত। কুম্ভ রাশি শেষ রাত্রি ০১:৫৯:২৮ পর্যন্ত। মীন রাশি শেষ রাত্রি ০৩:৩০:৩২ পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande