দেশকে সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে : এ কে অ্যান্টনি
তিরুবনন্তপুরম, ১০ মে (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। তাঁর মতে, এখন সময়ের দাবি হল, সমগ্র দেশ, সমগ্র ভারত, রাজনীতি, ধর্ম এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে, দেশকে সশস্ত্র বাহিনীর পাশ
এ কে অ্যান্টনি


তিরুবনন্তপুরম, ১০ মে (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। তাঁর মতে, এখন সময়ের দাবি হল, সমগ্র দেশ, সমগ্র ভারত, রাজনীতি, ধর্ম এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে, দেশকে সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

শনিবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কে অ্যান্টনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী বীরত্বের সঙ্গে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে এবং এমনকি নিজেদের জীবন উৎসর্গ করার বিনিময়েও তারা দেশের অখণ্ডতা রক্ষার জন্য লড়াই করছে। সময়ের দাবি হল, সমগ্র দেশ, সমগ্র ভারত, রাজনীতি, ধর্ম এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে দেশকে সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। যতদূর কেরলের বিষয়, সরকার এবং কেরলের সমাজকে অবশ্যই সেনা সদস্যদের পরিবারের পাশে থাকতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande