রাজস্থানের হনুমানগড় জেলায় স্কুল-দোকান বন্ধ
হনুমানগড় , ১০ মে (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে লাল সতর্কতা জারি হল রাজস্থানের হনুমানগড় জেলায়। বাড়িতেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধ হয়ে যায় দোকানপাট, স্কুলেও ছুটি ঘোষণা করা হয়। শনিবার হনুমানগড়ের জেলা শাস
রাজস্থানের হনুমানগড় জেলায় লাল সতর্কতা, স্কুল-দোকান বন্ধ


হনুমানগড় , ১০ মে (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে লাল সতর্কতা জারি হল রাজস্থানের হনুমানগড় জেলায়। বাড়িতেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধ হয়ে যায় দোকানপাট, স্কুলেও ছুটি ঘোষণা করা হয়।

শনিবার হনুমানগড়ের জেলা শাসক জানিয়েছেন, সবাইকে প্রয়োজন ছাড়া বাড়িতে থেকে না বেরোনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কোনও সন্দেহজনক ড্রোন, ক্ষেপণাস্ত্রের মতো বস্তু বা অস্ত্র দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশ বা প্রশাসনকে খবর দিন। কাছাকাছি যাবেন না, ছবি তুলবেন না, ভিডিও করবেন না।

প্রসঙ্গত ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শনিবার বিকানেরে একটি ক্ষেপণাস্ত্রের মতো বস্তু পাওয়া গিয়েছে, যা ঘিরে শোরগোল পড়ে যায়। রাজস্থানের বারমের, জয়সলমীর, যোধপুর এবং বিকানেরে সতর্কতা জারি করা হয়েছে। গত রাতে পাকিস্তানের হামলার পর রাজস্থানের বারমেরে একটি বৃহৎ ক্ষেপণাস্ত্রের টুকরো মিলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande