মতিনগরে কিশোরী অপহরণ, মামলা প্রত্যাহারের চাপ
বক্সনগর (ত্রিপুরা), ১০ মে (হি.স.) : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন ফকিরাদোলা গ্রামে। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ফিরোজ মিয়ার পরিবারের দিকে।
ত্রিপুরা পুলিশ


বক্সনগর (ত্রিপুরা), ১০ মে (হি.স.) : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন ফকিরাদোলা গ্রামে। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ফিরোজ মিয়ার পরিবারের দিকে।

অভিযোগ উপ-প্রধানের ভাতিজা বিল্লাল মিয়া (পিতা: আব্দুল রসিদ) সম্প্রতি মতিনগর এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগেই বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কিশোরী ও তার পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর পরই এই অপহরণের ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।

ঘটনার পর নাবালিকার পরিবার সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানায় মামলা রুজু হয়েছে। তবে এখানেই শেষ নয়, অভিযোগ আরও গুরুতর। কিশোরীর পরিবারের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন আব্দুল রসিদ থানায় আটক হলেও পঞ্চায়েত উপ-প্রধান ফিরোজ মিয়া নিজের প্রভাব খাটিয়ে তাকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে আনেন। শুধু তাই নয়, পুরো ঘটনা ধামাচাপা দিতে এবং মামলা তুলে নিতে পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ফিরোজ মিয়ার বিরুদ্ধে। পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

অন্যদিকে, মূল অভিযুক্ত বিল্লাল মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে নাবালিকাকে নিরাপদে ফিরিয়ে আনা হোক এবং প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande