ধর্মনগর (ত্রিপুরা), ১০ মে (হি.স.) : উল্কাগতির বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী। পাশাপাশি আহত হয়েছে বাইক চালক। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর জেলার ধর্মনগর থানাধীন কালিকাপুর এলাকায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্মনগর থানাধীন কালিকাপুরে মদমত্ত অবস্থায় বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সহ ওই বাইক চালক। ধর্মনগরের চন্দ্রপুর এলাকার আকাশ পাল শনিবার সন্ধ্যায় বাইক নিয়ে যাচ্ছিল। বাইক নিয়ে কালিকাপুর ৫ নং ওয়ার্ড এলাকা দিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় পথচারীকে ধাক্কা দেয়। ফলে ওই পথচারী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত পথচারীর নাম ব্রজেন্দ্র দেবনাথ। বয়স ৬০ বছর। বাড়ি কালিকাপুর ৫নং ওয়ার্ড এলাকায়।
এদিকে বাইক চালক আকাশ পালও রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দেয় ধর্মনগর ফায়ার স্টেশনে। তৎক্ষণাৎ ছুটে আসেন দমকল দপ্তরের কর্মীরা এবং ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দমকল কর্মীরা জানান ওই বাইক চালক মদমত্ত অবস্থায় ছিল।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das