টাস্ক ফোর্সের তরফে বৈঠকখানা বাজার ও কোলে মার্কেট পরিদর্শন
কলকাতা, ১০ মে ( হি. স.) : যুদ্ধকালীন আবহে যাতে কাঁচা আনাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি না ঘটে এর জন্য সতর্ক রাজ্য সরকার। চলছে টাস্ক ফোর্সের নজরদারি। টাস্ক ফোর্সের তরফে এদিন বৈঠকখানা বাজার পরিদর্শন করেন আধিকারিকরা। সাংবাদি
টাস্ক ফোর্সের তরফে বৈঠকখানা বাজার ও কোলে মার্কেট পরিদর্শন


কলকাতা, ১০ মে ( হি. স.) : যুদ্ধকালীন আবহে যাতে কাঁচা আনাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি না ঘটে এর জন্য সতর্ক রাজ্য সরকার। চলছে টাস্ক ফোর্সের নজরদারি। টাস্ক ফোর্সের তরফে এদিন বৈঠকখানা বাজার পরিদর্শন করেন আধিকারিকরা। সাংবাদিকদের আধিকারিকরা জানিয়েছেন, এ পর্যন্ত খাদ্যদ্রব্য ও শাক সবজির দাম বাড়ে নি। ন্যায্য মূল্যে মিলছে সবকিছু।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande