দুর্গাপুর, ১০ মে (হি.স.) : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাক সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় দেশের সেনাঘাঁটিগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পানাগড় বায়ুসেনা ঘাঁটি কাঁকসার ব্লক ও পঞ্চায়েত প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। কাঁকসা ব্লকের আমলাজোড়া, গোপালপুর, কাঁকসা ও ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেনা কর্তৃপক্ষ স্পষ্ট নির্দেশ দিয়েছে, অচেনা বা সন্দেহভাজন কাউকে দেখলেই রিপোর্ট করতে হবে। নতুন ভাড়াটিয়াদের পরিচয় যাচাই বাধ্যতামূলক। ড্রোন ওড়ানোয় কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, পানাগড় বায়ুসেনা ছাউনিতে রয়েছে আধুনিক হারকিউলিস C-130J যুদ্ধবিমান, যা এক ঘণ্টার মধ্যে চিন সীমান্তে পৌঁছাতে সক্ষম।
এদিকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর নেটওয়ার্কও উঠে এসেছে তদন্তে। কাঁকসা থেকে ধৃত হাবিবুল্লাহ, হাওড়া থেকে শেখ হারেজ এবং চেন্নাই থেকে শেখ আনোয়ারকে গ্রেফতারের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। হাবিবুল্লাহর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গিরা ভুয়ো ভিডিও ছড়িয়ে ধর্মীয় উস্কানি দিয়ে সদস্য সংগ্রহ করছিল। কাঁকসা বিডিও পর্না দে জানিয়েছেন, প্রতিটি পঞ্চায়েতকে ড্রোন, সন্দেহভাজন ব্যক্তি ও নতুন ভাড়াটিয়ার বিষয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। রাত্রিকালীন পাহারার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা