আগরতলা, ১০ মে (হি.স.) : শুক্রবার রাতে ত্রিপুরা পুলিশ আমতলি থানার অধীন মাতিনগর এলাকা থেকে সুকু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন জব্দ করেছে।
আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার জানান, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা। ওসি জানান, তার কাছ থেকে মোট ৩৩ গ্রাম হেরোইন এবং ১৩৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধৃত সুকু মিয়াকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে এই মাদক চোরাচালানে আর কে জড়িত আছে তা জানার জন্য।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das