বিলোনিয়া (ত্রিপুরা), ১০ মে (হি.স.) : নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৮৩ বছর বয়সী বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরা থানার অধীন পশ্চিম চরকবাই এলাকায়। মৃতার নাম রেনুবালা কুড়ী। বৃদ্ধার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রেনুবালা নিজ বাড়িতে কিছু পরিত্যক্ত জিনিসপত্র পুড়িয়ে ফেলার জন্য আগুন ধরিয়ে দিয়েছিলেন। অসাবধানতায় হঠাৎ আগুন রেনুবালার কাপড়ে লাগে। মুহূর্তের মধ্যেই পুরো শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
পরে এলাকাবাসী খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ওই ঘটনার সময় বাড়িতে ছিলেন মহিলার অসুস্থ স্বামী। তিনি ছিলেন শয্যাশায়ী। বাড়ির অন্যান্য লোকজন অন্যত্র গিয়েছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ