মুম্বই, ১০ মে (হি.স.): ভারত-পাকিস্তান সীমান্তে বসবাসকারী মানুষজনের অবস্থা নিয়ে উদ্বিগ্ন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। শনিবার মুম্বইয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, সত্যি কথা হলো, আমরা যখন এখানে বিজয় উদযাপন করছি, তখন আমাদের সীমান্তবর্তী রাজ্যগুলিতে বসবাসকারী মানুষের জন্যও প্রার্থনা করতে হবে, কল্পনা করুন তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, অবশ্যই পাকিস্তান গুলি চালাবে, কারণ আমরা যুদ্ধের অবস্থায় আছি। যুদ্ধ কখনোই একতরফা হয় না। আমাদের সৈন্যরা সাহসের সঙ্গে লড়াই করছে এবং এগিয়ে চলেছে, বিমান হামলা তীব্রতার সঙ্গে চলছে। এই বিষয়গুলি যুদ্ধের অংশ। তবে আমরা প্রার্থনা করি, আমাদের জনগণ এবং আমাদের সৈন্যরা যাতে সর্বনিম্ন ক্ষতির সম্মুখীন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ