সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে বিশ্বের সমস্ত দেশ : দিলীপ ঘোষ
কলকাতা, ১৩ মে (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে বিশ্বের সমস্ত দেশ। জোর দিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী এবং জোরালো আক্রমণ চালিয়ে ১
দিলীপ ঘোষ


কলকাতা, ১৩ মে (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে বিশ্বের সমস্ত দেশ। জোর দিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী এবং জোরালো আক্রমণ চালিয়ে ১১টি বিমান ঘাঁটি ধ্বংস করেছে। এর আগে, একটি বড় সন্ত্রাসী ঘাঁটিও ধ্বংস করা হয়েছিল। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিশোধ নেওয়ার লক্ষ্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র বিশ্বের সমর্থন রয়েছে। এই লড়াইয়ে সমস্ত দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।

দিলীপ ঘোষ আরও বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির ফলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন মন্তব্য এবং মতামত এসেছে, যার ফলে জনসাধারণের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী এগিয়ে এসে বিষয়টি সকলের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। আমি বিশ্বাস করি, এর পরে জনগণের মধ্যে বা দেশের অভ্যন্তরে আর কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande