বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হাতির হামলায় মৃত ১
কোডারমা, ১৩ মে (হি.স.) : ঝাড়খণ্ডের কোডারমা জেলাতে হাতির হামলায় মৃত এক ব্যক্তি। ঘটনার জেরে গ্রামে হাতির আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, সতডিহা গ্রামের বাসুদেব যাদব (৬৩) সোমবার রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। সারমাটান্ড স্টেশনের কাছে এক বন্য হাতি আচমকাই
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হাতির হামলায় মৃত ১


কোডারমা, ১৩ মে (হি.স.) : ঝাড়খণ্ডের কোডারমা জেলাতে হাতির হামলায় মৃত এক ব্যক্তি। ঘটনার জেরে গ্রামে হাতির আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, সতডিহা গ্রামের বাসুদেব যাদব (৬৩) সোমবার রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। সারমাটান্ড স্টেশনের কাছে এক বন্য হাতি আচমকাই পিছন থেকে এসে তাঁকে পিষে দেয়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মঙ্গলবার পরিবারের কাছে দেহ হস্তান্তর করে। বন দফতর থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয় মৃতের পরিবারকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande