ঝড়ে ভেঙে পড়ল মাচা, মেজিয়া ডিভিসি প্রকল্পে মৃত্যু দুই শ্রমিকের, ক্ষতিপূরণের আশ্বাসেও থামেনি বিক্ষোভ
বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাণ চিমনির মাচা ভেঙে পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। গুরুতর জখম আরও এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়, কালবৈশাখীর দাপটে। দুর্ঘটনার পর প্রকল্পে শ্রমিক সুরক্ষা ঘিরে উঠেছে প্রশ্ন। জ
ঝড়ে ভেঙে পড়ল মাচা, মেজিয়া ডিভিসি প্রকল্পে মৃত্যু দুই শ্রমিকের, ক্ষতিপূরণের আশ্বাসেও থামেনি বিক্ষোভ


বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাণ চিমনির মাচা ভেঙে পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। গুরুতর জখম আরও এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়, কালবৈশাখীর দাপটে। দুর্ঘটনার পর প্রকল্পে শ্রমিক সুরক্ষা ঘিরে উঠেছে প্রশ্ন।

জানা গেছে, প্রবল বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাত শুরু হলে কয়েকজন শ্রমিক একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেন। ঠিক সেই সময় উড়ে আসে একটি লোহার মাচা, যা চিমনির উপরে স্থাপন করা ছিল। সেটি ভেঙে পড়ে শেডের উপর। তিনজন শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে এমটিপিএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রেমশঙ্কর (৩১) ও কানওয়ার পাল (১৯) নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত এক শ্রমিককে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়েছে। নিহত দু’জনেরই বাড়ি উত্তর প্রদেশের বরে‌লি জেলায়।

ঘটনার পর ডিভিসির এফজিডি প্রকল্পের বরাত পাওয়া লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি মর্মান্তিক প্রাকৃতিক দুর্ঘটনা। সংস্থার আধিকারিক উজ্জ্বল মজুমদার বলেন, “ ৪ বছর ধরে কাজ করছি, এ ধরনের দুর্ঘটনা কখনও ঘটেনি। নিয়ম মেনে ক্ষতিপূরণ ও চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হবে।”

তবু থামেনি শ্রমিকদের ক্ষোভ। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের নেতৃত্বে ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। বিজেপি-সমর্থিত নেতা পলাশ মাজি জানান, “উপযুক্ত ক্ষতিপূরণ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা না হলে বিক্ষোভ চলবে।” তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে। ডিভিসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সৎকারের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande