খোয়াই (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ আন্দোলনে শামিল হলেন খোয়াই জেলার চাম্পাহাওর এলাকার জনগণ। মঙ্গলবার এই সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে যাত্রী সাধারণকে।
অবরোধকারীদের অভিযোগ, খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের অধীন চাম্পাহাওর থেকে পূর্বতকসাইয়া যাওয়ার রাস্তাটির দীর্ঘদিন ধরে চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে। রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরের নজরে বিষয়টি বার বার নেওয়ার পরও কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে মঙ্গলবার খোয়াই-চাম্পাহাওর সড়ক অবরোধ করে গ্রামবাসী। যদি অবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুশিয়ারি দেন অবরোধকারীরা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das