তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে 'অপমানজনক' সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ত্রিপুরা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। খোয়াই জেলার তেলিয়ামুরা থানার পুলিশ সোমবার রাতে মহারানীপুর জারুইলংবাড়ি এলাকা থেকে তাজুল ইসলাম (৩৯) নামের ওই যুবককে আটক করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখার সহায়তায় সোশ্যাল মিডিয়া পোস্টটি দেখার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুরা থানার এক পুলিশ আধিকারিক বলেন, 'প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা দ্রুত তদন্ত শুরু করেছি। এর পর, পুলিশের একটি দল মহারানীপুর জারুইলংবাড়ি এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das