আগরতলা, ১৩ মে (হি.স.) : মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ কনস্টেবলের অফার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে অফার পেলেন ৯৭৫ জন। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে অফার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, রাজ্য পুলিশের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনুপ্রবেশকারীদের গ্রেফতারের হার ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজ্য পুলিশের বিশেষ সক্রিয়তার কারণেই সদ্য সমাপ্ত বিধানসভা এবং লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য ভারতের নির্বাচন কমিশনের বিশেষ প্রশংসা পেয়েছে ত্রিপুরা পুলিশ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার চায় গণতন্ত্র বজায় থাকুক। কয়েকটি ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে গণতন্ত্র নেই বলে হইচই করা হয়।এই ক্ষেত্রে পূর্বতন সময়ের সংবাদপত্রের কাটিং গুলির প্রতি তাদের দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আইন বদলালেই চলবে না, এই আইন যেন যথাযথভাবে পালন করা হয় সেই দিকে দৃষ্টি রাখতে হবে। এখনো অনেক বিষয় বাকি রয়েছে। সেগুলো পর্যালোচনা করে পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অফারপ্রাপ্ত কনস্টেবলদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা এবং আমরাও মানুষের ট্যাক্সের পয়সায় বেতন পাই। তাই দেশ ও রাজ্যের চিন্তা ভাবনা মাথায় রেখে জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্য সরকারের অফার বন্টন নিয়ে বিরোধীদের সমালোচনা খন্ডন করে তিনি বলেন, স্বচ্ছতার মাধ্যমে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
প্রসঙ্গত, এদিন যারা পুলিশ কনস্টেবল পদে অফার পেলেন তাদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং বাকিরা মহিলা। অফার প্রাপ্ত পুরুষদের মধ্যে চারজনের বি.টেক ডিগ্রী রয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ