পানিপতে ব্যাঙ্কের ভিতরে গুলির শব্দে আতঙ্ক! আহত একজন গ্রাহক
পানিপত, ১৩ মে (হি.স.): হরিয়ানার পানিপতে ব্যাঙ্কের ভিতরে গুলির শব্দে আতঙ্ক ছড়ালো। মঙ্গলবার পানিপতের ব্যাঙ্ক অফ বরোদাতে একজন নিরাপত্তারক্ষীর বন্দুক পড়ে যায়, এরপর সেই বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে যায়, এতে গ্রাহকের পায়ে আঘাত লাগে। ওই গ্রাহকের নাম অঙ
পানিপতে ব্যাঙ্কের ভিতরে গুলির শব্দে আতঙ্ক! আহত একজন গ্রাহক


পানিপত, ১৩ মে (হি.স.): হরিয়ানার পানিপতে ব্যাঙ্কের ভিতরে গুলির শব্দে আতঙ্ক ছড়ালো। মঙ্গলবার পানিপতের ব্যাঙ্ক অফ বরোদাতে একজন নিরাপত্তারক্ষীর বন্দুক পড়ে যায়, এরপর সেই বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে যায়, এতে গ্রাহকের পায়ে আঘাত লাগে। ওই গ্রাহকের নাম অঙ্কুর। ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করেছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

এসএইচও কুলবীর বলেন, ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্ব ছিলেন ওই রক্ষী, যিনি কাঁধে রাইফেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি যখন নড়াচড়া শুরু করেন, তখন রাইফেলটি তার কাঁধ থেকে পড়ে যায় এবং দুর্ঘটনাক্রমে একটি গুলি বেরিয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande