নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সিবিএসই-এর দশম শ্রেণীর পরীক্ষায় মোট পাশের হার ৯৩.৬৬ শতাংশ। গত বছর পাশে হার ছিল ৯৩.৬০ শতাংশ, গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে ০.০৬ শতাংশ। সিবিএসই-এর দশম শ্রেণীর পরীক্ষায় ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা। ছেলেদের তুলনায় মেয়েরা ২.৩৭ শতাংশ পয়েন্ট বেশি পেয়েছে। ৯৫ শতাংশের বেশি মেয়েরা দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাশের নিরিখে শীর্ষে রয়েছে তিরুবনন্তপুরম, বিজয়ওয়াড়া এবং বেঙ্গালুরু। যেখানে দিল্লি সপ্তম স্থানে রয়েছে এবং গুয়াহাটি সর্বশেষে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ