কিশতওয়ারে হজযাত্রার শুভ সূচনা, নিরাপদ যাত্রার কামনা প্রশাসনের
কিশতওয়ার , ১৩ মে (হি.স.) : জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় ইসলামিয়া ফারিদিয়া ইনস্টিটিউট থেকে ৩১ জন হজযাত্রীর একটি দলকে বিদায় জানালেন জেলা প্রশাসক রাজেশ কুমার শাভন। যাত্রীদের মধ্যে ১০ জন মহিলা রয়েছেন। সোমবার সকালে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁদের
জেলা প্রশাসক রাজেশ কুমার শাভান ইসলামিয়া ফরিদিয়া ইনস্টিটিউট থেকে ১০ জন মহিলা সহ ৩১ জন হজযাত্রীকে পতাকা প্রদর্শন করে যাত্রা শুরু করেন


কিশতওয়ার , ১৩ মে (হি.স.) : জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় ইসলামিয়া ফারিদিয়া ইনস্টিটিউট থেকে ৩১ জন হজযাত্রীর একটি দলকে বিদায় জানালেন জেলা প্রশাসক রাজেশ কুমার শাভন। যাত্রীদের মধ্যে ১০ জন মহিলা রয়েছেন।

সোমবার সকালে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁদের নিরাপদ যাত্রার কামনা করে বলেন, আপনাদের এই পবিত্র সফর যেন শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা বয়ে আনে। কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রার্থনা খুবই মূল্যবান। এই হজযাত্রীরা মঙ্গলবার শ্রীনগর বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।

---------------

হিন্দুস্তান সমাচার / ফারজানা পারভিন

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande