আগরতলা, ১৩ মে (হি.স.) : জরুরি পরিস্থিতিতে পর্যাপ্ত রক্ত সরবরাহ নিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তর, পরিবহন দপ্তর এবং পর্যটন দপ্তর যৌথভাবে 'মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে চলেছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এই রক্তদান শিবিরের জন্য একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, পরিবহন কমিশনার সুব্রত চৌধুরী, খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন এবং অধিকর্তা সুমিত লোধ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা সভায় অংশ নেন।
মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে রক্তদান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরায় রক্তদান একটি সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত হয়েছে, যা জনগণের মধ্যে মানবিক সেবার মনোভাব প্রদর্শন করে।
তিনি জানান, রাজ্য এখন মোট জনসংখ্যার তুলনায় ন্যূনতম ৪০,০০০ ইউনিট রক্তের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এর জন্য নাগরিকদের উৎসাহী অংশগ্রহণকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আসন্ন মেগা রক্তদান শিবিরে জনগণ আবারও তাদের উদারতা প্রদর্শন করবেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das