পুনে, ১৩ মে (হি.স.): পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের প্রতিবাদে তুরস্ক থেকে আমদানি করা আপেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিলেন পুনের এপিএমসি বাজারের ব্যবসায়ীরা। এক আপেল ব্যবসায়ী জানান, তুরস্ক পাকিস্তানকে ড্রোন সরবরাহ করেছে, যা ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। যখন তুরস্কে ভূমিকম্প হয়েছিল, তখন ভারতই প্রথম তাদের সাহায্য করেছি। ভারতের সন্ত্রাস–বিরোধী পদক্ষেপের সময় তুরস্ক উল্টে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এই অবস্থান মেনে নিতে পারি না। তাই তুরস্কের আপেল বিক্রি বন্ধ করেছি। হিমাচল ও ভারতের অন্যান্য অঞ্চলের আপেলই আমরা বিক্রি করব। তিনি আরও জানান, তুরস্কের আপেল বছরে তিন মাস বিক্রি হয় এবং এই ব্যবসার আর্থিক মূল্য প্রায় ১২০০-১৫০০ কোটি টাকা। এখন ক্রেতারাও তুরস্কের আপেল কিনতে আগ্রহ হারাচ্ছেন।
---------------
হিন্দুস্তান সমাচার / ফারজানা পারভিন
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য