উত্তর ২৪ পরগনা, ১৩ মে (হি.স.): দাদুর লালসার শিকার সাত বছরের নাবালিকা। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বসিরহাটের হাসনাবাদ থানা এলাকায় বাড়িতে কারও না থাকার সুযোগে নাতনিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বছর ৫৫-এর আয়ুব গাজিকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসনাবাদের বাসিন্দা ওই শিশুটির বাবা-মা ভিক্ষা করে সংসার চালান। প্রতিদিন সকাল হলে দুজনেই বেরিয়ে যান বাড়ি থেকে। বাড়িতেই সাত বছরের ওই কন্যা দাদুর সঙ্গে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোমবার ওই প্রৌঢ় নাতনির উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে না জানাতেও বলা হয়েছিল। অত্যাচারের পর থেকেই ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা বাড়ি ফিরে দেখতে পান মেয়ে ভয়ে সিঁটিয়ে আছে। এরপরই ওই নাবালিকা আরও অসুস্থ বোধ করে। বাবা-মাকে ঘটনার কথা জানায়। সব শুনে স্তম্ভিত হয়ে যান দুজনে। কালবিলম্ব না করে হাসনাবাদ থানায় নাবালিকার বাবা-মা লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নাবালিকার শারীরিক পরীক্ষা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত